১। নতুন গভীর/অগভীর নলকূপ ও এলএলপি স্থাপন সংক্রান্ত তথ্য।
২। অচল গভীর নলকূপ সচলকরন সংক্রান্ত তথ্য।
৩। ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ সংক্রান্ত তথ্য।
৪। খাল/নালা/পুকুর পূন:খনন সংক্রান্ত তথ্য।
৫। বক্স কালভাট/ ফুটব্রীজ/ রেগুলেটর/ স্লুইচ গেট/ রিং কালভার্ট নির্মাণ সংক্রান্ত তথ্য।
৬। সেচ প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষন প্রদান।
৭। আধুনিক সেচ প্রযুক্তি বিষয়ে তথ্য।
৮। খননকৃত খালের পাড়ে বনায়ন।
কিভাবে পাবেনঃ
ইউনিট দপ্তরে আবেদন পাওয়ার পর তা উপজেলা সেচ কমিটিতে অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীর ও প্রয়োজনে নির্বাহী প্রকৌশলীর সুপারিশ অনুযায়ী প্রকল্প/ কর্মসূচি দপ্তরে বাজেট বরাদ্দ সাপেক্ষে বাস্তবায়ন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS